আরও একবার কবিতার সাগরে

 

অনুকাব্য

Soumitra

                    ১

তোমার দেয়া আম গুলো সব টক ছিল

তাই তোমার ঠোঁটে হারিয়ে যাবার শখ ছিল।

 

                    ২

বাসবে ভাল তুমি আমায় জানি

যদি পকেট থেকে বেরোয় কিছু মানি।

 

                    ৩

ট্রেন চলেছে ঝক ঝকা ঝক

ট্রেন এর বাড়ি কই?

বাসো যদি  ভাল আমায়

তবে, প্রেম পত্র কই?

 

                    ৪

চাঁদ উঠেছে ঐ আকাশে 

পূর্ণিমা রাত আজ,

চাঁদের আলোয় দাও ভাসিয়ে

তোমার রাঙ্গা লাজ। 

 

                    ৫

তুমি আমার পূর্ণিমা চাঁদ

আমার হলুদ পাখি

আমার ঘর ও নেই খাঁচাও নেই

বল, কোথাই তোমাই রাখি?

 

 

Contact

কবিতার পাতা

hasamdia@gmail.com

হাসামদিয়া, বোয়ালমারী, ফারিদপুর।

০১৭১৫০৮২৮৯৪

Search site

© 2011 All rights reserved.

Create a free websiteWebnode